লা লিগায় মেসির ৩৮ হ্যাটট্রিক
গেল রাতে এসপানিওলকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালানদের হয়ে একাই তিন গোল করেছেন লিওনেল মেসি। যার সুবাদে লা লিগায় বার্সার হয়ে ৩৮তম হ্যাটট্রিক পূর্ণ করলেন এই আর্জেন্টাইন তারকা।
ম্যাচের ২৫তম মিনিটেই বার্সাকে এগিয়ে দেন মেসি। ইভান রাকিটিসের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে ভুল করেননি মেসি। দারুণ শটে প্রতিপক্ষের জাল ভেদ করেন লিও। ৩৫তম মিনিটে জোর্ডি আলভার সহযোগিতায় নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন মেসি।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। বিরতির পরও চলে সমান আক্রমণ। ৬৭তম মিনিটে জোর্ডি আলভার দারুণ পাস মেসির পা ছুঁয়ে যায় প্রতিপক্ষের জালে। সেই সুবাদে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ৮৭তম মিনিটে ইভান রাকিটিসের কর্নার থেকে উড়ে আসা বলকে হেড দিয়ে গোলে রূপ দেন পিকে।
রেফারির বিদায়ী বাঁশির ঠিক আগ মুহূর্তে বার্সায় অভিষেক হওয়া উসমান ডেম্বেলের অ্যাসিস্টে এসপানিওল শিবিরে শেষ কামড় বসান লুইস সুয়ারেজ। রাইট উইং দিয়ে দ্রুততার সাথে সুয়ারেজকে বল পাঠিয়ে দেন ডেম্বেলে। ইনজুরি ফেরত উরুগুয়ে তারকাও ভুল করেননি। আলতো শটে এসপানিওলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। এনিয়ে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন