লিবিয়াকে ‘নতুন সিরিয়া’ বানাতে চান পুতিন!
ব্রিটিশ গোয়েন্দা সংস্থা দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মেকে সতর্ক করে বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লিবিয়ায় অস্ত্র ও সেনা পাঠাচ্ছেন।
এর মধ্যমে তিনি লিবিয়াকে ‘নতুন সিরিয়ায়’ পরিণত করবেন। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এমন মন্তব্যের ফলে মস্কো ও লন্ডনের মধ্যে নতুন করে পানি ঘোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার ‘দ্যা সান’ পত্রিকা এক প্রতিবেদনে বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে দেশটির সামরিক বাহিনীর প্রধান গোয়েন্দা সংস্থা জিআরইউ ও স্পেশাল সার্ভিস উইং স্পেৎজনাযের কয়েক ডজন কর্মকর্তাকে লিবিয়ায় মোতায়েন করা হয়েছে।
পত্রিকাটি দাবি করেছে, রুশ সামরিক বাহিনী এরই মধ্যে উপকূলীয় শহর তবরুক ও বেনগাজির দুটি ঘাঁটি নিয়ন্ত্রণ করছে।
ট্যাবলয়েড পত্রিকাটির দাবি , অবৈধ শরণার্থীদের ইউরোপে প্রবেশের প্রধান রুটটিতে রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হচ্ছে মস্কোর সবচেয়ে বড় লক্ষ্য।
রাশিয়ার বেসরকারি একটি সামরিক কোম্পানির ছদ্মাবরণে তারা লিবিয়ায় তৎপর রয়েছে বলে সান জানিয়েছে। তবে রাশিয়া এ ধরনের দাবি অস্বীকার করে আসছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন