লিবিয়ায় কোনো বাংলাদেশি ক্রীতদাস নেই : দূত সালাবি
ঢাকায় নিযুক্ত ত্রিপোলির দূত দাবি করেছেন যে, লিবিয়ায় কোনো বাংলাদেশি নাগরিক বিক্রি হয়নি অথবা ক্রীতদাস হিসেবে মানব বিক্রির সঙ্গে জড়িত নেই। সোমবার ঢাকায় সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাহমুদ এম আল সালাবি এ কথা জানান।
সালাবি বলেন, ‘আমি নিশ্চিত হয়ে বলছি, লিবিয়ায় কোনো বাংলাদেশি নাগরিক বিক্রয় হয়নি এবং সেখানে কোনো বাংলাদেশি ক্রীতদাস নেই।’ লিবিয়ায় মানব পাচারকারী চক্র ক্রীতদাস ব্যবসায় জড়িত মর্মে সংবাদপত্রে প্রকাশিত এক খবরের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিবিয়ার দূত বলেন, লিবিয়া সম্পর্কে আন্তর্জাতিক প্রচারমাধ্যমে প্রকাশিত খবরের নিন্দা জানাতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি তাঁর দেশে বাংলাদেশি নাগরিক বিক্রয় ও ক্রীতদাস হিসেবে ব্যবহার করা সম্পর্কিত খবরটি অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন।
সালাবি বলেন, ‘লিবিয়া সরকারের পক্ষে আমি দৃঢ়তার সঙ্গে বলছি, লিবিয়া থেকে ইউরোপে মানব পাচার করা সম্পর্কিত খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।’ তিনি বলেন, তাঁর দেশ সব সময় যে কোনো ধরনের মানবপাচার ও চোরাচালানির নিন্দা জানায় এবং সকল পর্যায়ে এ ধরনের কর্মকাণ্ডের বিরোধী। লিবিয়া সরকার এবং দেশটির জনগণ এই ধরনের অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। তারা মনে করে, কেবলমাত্র মানবিক মর্যাদা সমুন্নত রেখে অভিবাসন হতে পারে।
চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, এটি কেবল লিবিয়ার একমাত্র সমস্যা নয়। সমগ্র বিশ্বে জন্য এটি সমস্যা। অথচ কিছু সংখ্যক আন্তর্জাতিক মিডিয়া মানবপাচার বিষয়ে লিবিয়া সরকার ও দেশটির জনগণকে হেয়প্রতিপন্ন করতে এ ধরনের অপপ্রচার চালিয়েছে। তিনি তাঁর সরকার ও দেশের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, লিবিয়া কর্তৃপক্ষ দেশের প্রচলিত আইনে এ ধরনের অভিযোগের যথাযথ তদন্ত করতে প্রকৃত ঘটনা স্থানীয় ও আন্তর্জাতিক মহলের সম্মুখে প্রকাশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এ ধরনের ঘটনা যদি ঘটেই থাকে তাহলে অন্য কোনো দেশের চেয়ে লিবিয়াই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন