লুৎফুজ্জামান বাবরের অপেক্ষায় হাওর অঞ্চলের মানুষ
দীর্ঘ সাড়ে সতের বছর ফ্যাসিষ্ট স্বৈরাচার পলায়নকারী হাসিনা সরকারের মিথ্যা ও সাজানো মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাভোগ করেন। গত বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানিগঞ্জ) থেকে তিনি মুক্তি পান।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন রাস্তা ও বাজারে লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নিতে অধীর আগ্রহে রয়েছে হাওর অঞ্চলের লাখো লাখো মানুষ। হাওর এলাকার সাধারণ মানুষের চোখে ঘুম নেই, কবে আসবে তাদের প্রিয় নেতা, তাঁর মুখ দেখার অপেক্ষায় আছে তরুণ থেকে বৃদ্ধ, সময় গুনছেন কখন নিজ এলাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরণ করবে।
মদন পৌর শহর থেকে গ্রাম, পাড়া, মহল্লা সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ। হাট বাজার রাস্তা ঘাটে মানুষের মধ্যে উল্লাস বইছে। চায়ের স্টল থেকে শুরু করে অফিস আদালত, মাঠ ঘাটে শুধু বাবর ভাইকে দেখার জন্য অপেক্ষা, কবে আসবেন হাওর অঞ্চলের জন মানুষের নন্দিত নেতা। তাঁর নির্বাচনি এলাকা ছাড়া ও ময়মনসিংহ, নেত্রকোনা রাস্তায় অসংখ্য তোরণ নির্মিত হচ্ছে।
তিনি ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ধানে শীষ প্রতীক নিয়ে নেত্রকোণা -৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারে এমপি নিবার্চিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রী সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বার বার জনগনের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
মদন উপজেলা বিএনপি সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার বলেন, ১৯৯১সালে লুৎফুজ্জামান বাবর সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয় লাভ করেন।যারা আমাদের প্রিয় নেতাকে সাজানো মিথ্যা মামলা দিয়ে ফরমায়েশি ফাঁসিরায় দিয়ে ছিল, তারা আজ দেশছাড়া,তাদের জন্য ঝুলছে ফাঁসিরদঁড়ি।
এটাই ইতিহাসের নির্মম সত্য। আমাদের নেতা সম্পূর্ণ ভাবে মুক্ত। আদালত তাঁকে মিথ্যা সাজানো মামলায় থেকে রেহাই দিয়েছেন। আমরা ন্যায় বিচার পেয়েছি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আগমনের আশায় হাওর অঞ্চলের মানুষ দীর্ঘ অপেক্ষায় রয়েছে।
পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর আকন্দ জানান, দীর্ঘ সাড়ে ১৭ বছরে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকার আমাদের নেতাকে জেল কাটিয়েছে, আমি আপনাদের মাধ্যমে তাঁর বিচার দাবী করছি। চলিত সপ্তাহে তিনি বাড়িতে আসার সম্ভবনা রয়েছে। তাই বাড়ি ঘর পরিস্কারের কাজ চলছে।
উল্লেখ্য গত ২৩ অক্টোবর ২০২৪ সালে দুর্নীতি মামলায় ৮ বছরের দন্ড থেকে মুক্ত এবং ১ ডিসেম্বর ২০২৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পান তিনি। দীর্ঘ সাড়ে সতের বছর তাঁর কারাবাসের অবসান ঘটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন