লুৎফুজ্জামান বাবর সকল মামলায় খালাস পাওয়ায় নেত্রকোণায় বিএনপি’র আনন্দ মিছিল

আদালতের রায়ে আজ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সবগুলো মামলা থেকে খালাস পান। রায়ের খবর সারা দেশে ছড়িয়ে পড়লে নিজ জেলা নেত্রকোণায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে।

মঙ্গলবার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের বাসভবনের সামনে নেতা- কর্মীরা জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে ছোট বাজার এলাকায় জেলা বিএনপি দলীয় কার্যালয়ে যান। সেখান থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা বাবরের খালাস খবরে উল্লাস প্রকাশ প্রকাশ করেন।

রায়ের পর লুৎফুজ্জামান বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছে, কোর্ট অ্যাডভান্স অর্ডার জারি করলে আজকেই এই আদেশ পৌঁছানো সম্ভব হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। বাবর কেরানীগঞ্জ কারাগারে আছেন।

এছাড়াও লুৎফুজ্জামান বাবরের নিজ এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতেও আনন্দ মিছিল হয়েছে।