লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য মামলা প্রত্যাহার করতে হবে : ফখরুল
জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সবাইকে সমান সুযোগ দিতে হবে, অন্যথায় দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
এ সময় প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বিএনপি নেতা বলেন, ‘উনি এখনই বক্তৃতা শুরু করে দিয়েছেন। নির্বাচন শুরু করেছেন, হেলিকপ্টারে করে যাচ্ছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা লোকজন জড়ো করে আনছেন। এখানে উনি নৌকায় ভোট দিতে বলেছেন। আমাদের একটা মিটিং করতে দেয় না। এমনকি মিটিংয়ে এলেও আপনার গ্রেপ্তার করেন।’
সবাইকে সমান সুযোগ দিতে এবং নির্বাচনী ব্যবস্থা তৈরির জন্য সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আপনারা সবাই বাইরে থেকে মহানন্দে নির্বাচন করবেন আর আমরা কারাগারের ভেতর থেকে অথবা আদালতের বারান্দায় থেকে শুধু দেখব, সেটা হবে না। সেই নির্বাচন এ দেশে হবে না।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন