শক্তিশালী কম্পনে আফগানিস্তানের পাকতিকা প্রদেশ লণ্ডভণ্ড
আফগানিস্তানে এক শক্তিশালী ভূমিকম্পের পর প্রথম দিনেই সহস্রাধিক নিহতের খবর পাওয়া গেছে।
আরো বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান কর্মকর্তারা।
সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন পোস্টে ধ্বংসস্তুপ, ভেঙে পড়া বাড়িঘর এবং আহত মানুষদেরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার ছবি দেখা যাচ্ছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে একজন স্থানীয় কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরের একটি স্থানে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ভূমিকম্পটি আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে অনুভূত হয়েছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, ভূমিকম্পটি ছিল ৬.১ মাত্রার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন