শতভাগ আসনে যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো
রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে প্লেনে শতভাগ আসনে যাত্রী নিতে পারবে। ফলে করোনায় ২৫ শতাংশ আসন খালি রাখার যে বিধিনিষেধ ছিল, তা থাকছে না।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ২৫ শতাংশ আসন খালি রাখার যে বাধ্যবাধকতা নির্দেশনা ছিল, আগামী রোববার থেকে অভ্যন্তরীণ রুটে তা থাকছে না। বেবিচকের সিদ্ধান্ত অনুযায়ী আগের মতো শতভাগ আসনে যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো।
তিনি বলেন, যেহেতু জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে, তাই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। তবে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্লেনের শেষ দু’টি সারির সিটগুলো খালি রাখতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন