শনিবার কুড়িগ্রামের রাজারহাটের বাঙ্গালপাড়ায় ৫ম তাফসিরুল কোরআন মাহফিল
আগামী ২৮ ডিসেম্বর বাদ আছর হতে কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ায় ইয়াকুব আলী খন্দকারের সামনে উম্মুক্ত ময়দানে ৫ম বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে প্রধান তাফসির কারক হিসেবে উপস্থিত থাকবেন বাইতুল জান্নাত জামে মসজিদ, ঢাকার খতিব আলহাজ্ব মাওলানা মুফতি আবুল কালাম আজাদ এবং দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করবেন খেদাবাগ একরামিয়া ফাজিল মাদ্রাসা, লালমনিরহাটের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ বুরহানুর রহমান সালেহী। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যক্ষ শাহজালাল সবুজ ও বাংলাদেশ জামাতে ইসলামী।
রাজারহাট উপজেলা শাখার আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কফিল উদ্দিন। মাহফিলে সভাপত্বি করবেন মোঃ ইয়াকুব আলী খন্দকার। মাহফিলটি পরিচালনা করবেন গোলাম মোস্তফা রাঙ্গা। মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ বেতারের উপস্থাপক সঙ্গীত শিল্পী এস এম রুহুল আমিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন