শহিদ আসিফের কবর জিয়ারত করলেন সাতক্ষীরার দেবহাটা থানা ওসি
জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ আফিস হাসানের কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেবহাটা থানার নবাগত ওসি হযরত আলী।
রবিবার (১০ নভেম্বর) দেবহাটা উপজেলার আস্কারপুরে শহীদ আসিবের আত্মার মাফিরাত কামানায় দোয়া মোনাজাত করেন তিনি।
পরে শহিদ আসিফের পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ গাজী, পুলিশ সদস্য, শহিদ আসিফ হাসানের পিতা মাহমুদ আলম ও ভাই রাকিব হাসান, বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আরিয়ান রবি, রাকিব হোসেন, আব্দুল্লাহ, ইমরান হোসেন, শিমুল হোসেন, ইমরান হোসেন প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ।
এসময় দেবহাটা থানা অফিসার নবাগত ইনচার্জ জানান, বাংলাদেশ পুলিশ আসিফ সহ সকল শহীদদের পরিবারের পাশে থাকবে। যে কোন সমস্যার সম্মূখিন হলে আমাকে জানালে আমি সার্বিক সহযোগিতার চেষ্টা করব। তিনি আরো বলেন, আমি দেবহাটায় যোগদানের পর আন্দোলনে শহীদ শিক্ষার্থী আসিফের কবর জিয়ারত করার জন্য জেলা পুলিশ সুপার আমাকে নির্দেশনা দেন। আমরা আপনাদের সুখে, দুখে পাশে থাকব। আসিফ নেই, কিন্তু আমরা অসংখ্য আসিফ আপনাদের পাশে আছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন