শহিদ রিজভীর স্মরণে ইবিতে আলোকচিত্র প্রদর্শনী

জুলাই বিপ্লবে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আলোকচিত্র প্রদর্শনী করেছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। প্রদর্শনীতে প্রাচীন বাংলার জনপদ, ব্রিটিশ আমলের বাংলার ইতিহাস, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ এবং ২৪’র জুলাই আন্দোলনের আলোকচিত্র স্থান পেয়েছে। বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন করা হয়।
প্রদর্শনী উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. নওয়াব আলী। এছাড়া ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, সহ-সভাপতি ওবাইদুর রহমান আনাস ও সাদিয়া মাহমুদ মিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, শহিদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আলোকচিত্র প্রদর্শনী করছি। এখানে আমরা ইতিহাসের বিভিন্ন চিত্র তুলে ধরেছি। শিক্ষার্থীরা এই থেকে ইতিহাস শিখতে পারবেন।
উল্লেখ্য, মাহমুদুল হাসান রিজভী ছাত্র ইউনিয়ন উত্তরা থানা শাখার সদস্য ছিলেন। ১৮ জুলাই আন্দোলন চলাকালীন মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















