শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে গিয়ে ইবি কর্মকর্তাদের মারামারি!

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে গিয়ে ইবি কর্মকর্তা সমিতি ও ইবি কর্মকর্তা অ্যাসোসিয়েশন মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের জানান, বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি ফুল দিতে শহীদ বেদিতে উঠলে একই সঙ্গে কর্মকর্তা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও ফুল দিতে বেদীতে ওঠেন। এ সময় উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরে ইবি থানা পুলিশ উভয় পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার ইবি উপাচার্য শেখ আব্দুস সালাম দুই পক্ষের নেতৃবৃন্দকে ডেকে আলোচনার মাধ্যমে সমাধান করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। তিনি সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি ও কর্মকর্তা অ্যাসোসিয়েশনের মধ্যে বিরোধ চলে আসছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















