আগামী উপজেলা নির্বাচনে
শাজাহান খানের ছেলে আসিব খানকে চেয়ারম্যান পদে সমর্থন
আগামী উপজেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র মাদারীপুরে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জানুয়ারী) দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের সার্বিক ফিলিং স্টেশন প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। এসময় সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শাজাহান খানের জৈষ্ঠ পুত্র কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান আসিব খানকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন জানিয়েছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, সাবেক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান খান যাচ্চু, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফারজানা নাজনীনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন