শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব

২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে। কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির পেছনে ট্রাম্পের অবদানের কথা উল্লেখ করে এই প্রস্তাব দিয়েছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর ১৮ জন রিপাবলিকান সদস্য।

দুই কোরীয়ার মাঝে শান্তি প্রতিষ্ঠা এবং উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণার জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিয়ে নরওয়ের নোবেল কমিটির কাছে আনুষ্ঠানিক আবেদন পাঠিয়েছেন রিপাবলিকান সদস্যরা। উত্তর কোরিয়ার উপর চাপ সৃষ্টি করে এবং অনবরত নিষেধাজ্ঞা ও যুদ্ধের হুমকি দিয়ে ট্রাম্প এমন পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছেন বলে আবেদনে দাবি করেন রিপাবলিকান সদস্যরা।

তবে নোবেল কমিটিতে পাঠানো চিঠিতে যেভাবে ট্রাম্পের গুণগান করা হয়েছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলছেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ট্রাম্প নিজের দলের সদস্য দিয়ে এমন কাজটি করিয়েছেন। ট্রাম্প নিজেই তার লোকজনদের দিয়ে এমন কাজটি করেছেন বলে অভিযোগ করেছে মার্কিন কংগ্রেস।

সমালোকরা ট্রাম্পকে নির্লজ্জ দাবি করে বলেছেন, ‘তার মতো নির্লজ্জ আত্মপ্রচার কেউ করতে পারবেন না।’

সম্প্রতি উত্তর কোরিয়ার আলোচিত নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আহ্বান জানান। সে আহ্বানে সাড়া দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর কোরীয় উপদ্বীপে দিনব্যাপী বৈঠক করেন দুই কোরীয় নেতা। সেখানে পরমাণু অস্ত্র পরীক্ষা ও একটি বৃহৎ পরীক্ষাকেন্দ্র বন্ধের ঘোষণা দেন কিম।

এছাড়া মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আসন্ন বৈঠক উপলক্ষ্যে কিমের সঙ্গে দেখা করেন সাবেক সিআইএ প্রধান মাইক পম্পেও। যিনি সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মে মাসের শেষে অথবা জুনের শুরুতে বিশ্বের আলোচিত দুই নেতা ট্রাম্প ও কিম বৈঠকে বসতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে কোথায় কখন এ বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনো নিশ্চিত করেনি দুই দেশ।

সূত্র: টেলিগ্রাফ