শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় কানাডা, দায়িত্বশীল হওয়ার আহ্বান

বাংলাদেশে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে সকল ধরনের সহিংসতা পরিহার করতে নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করেছে কানাডা।

রোববার ঢাকায় দেশটির মিশন থেকে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন হাইকমিশনার বেওনেট প্রিফন্টেইন।

কানাডার হাইকমিশনার বলেন, কানাডা বাংলাদেশের জনগণের পক্ষে রয়েছে। আসন্ন ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য কানাডা ভোটাধিকারের প্রতি সমর্থন জানায়।

বেওনেট প্রিফন্টেইন বলেন, গণতন্ত্রের মূল স্তম্ভ হচ্ছে শান্তি এবং নিরাপত্তা। সন্ত্রাস এবং হুমকি গণতন্ত্রের পথকে রুদ্ধ করে দেয়। ভোটের আগের নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ এবং দায়িত্বশীলতার সঙ্গে হওয়া উচিত। যার মধ্যে প্রান্তিক জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করা এবং নাগরিক সমাজের সমাবেশ করতে পারার ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা।

সবার প্রতি আহ্বান জানিয়ে বেওনেট প্রিফন্টেইন আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা নিশ্চিত করতে কানাডা সকলকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছে। যাতে বাংলাদেশের উন্নতির গতি ত্বরান্বিত করতে আসন্ন ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়।