শান্তি পূর্ণভাবে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন চলছে

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিত কম। দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি কেন্দ্রে ভোটের আমেজ বিরাজ করলেও অধিকাংশ কেন্দ্র ছিল ফাঁকা। কেন্দ্রে ভোটারদের লম্বা কোন সারি লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিত বাড়ছে। ভোটকে সুষ্ঠু করতে চার স্তরের নিরাপত্তা ব‍্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন ভাবে তা বিকেল ৪ টা পর্যন্ত চলবে। উপজেলার ৯২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। আজ দুপুর ১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল ১০ টায় পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ‍্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোট পড়েছে ১১২টি। ওই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩২৭ জন।

সকাল সাড়ে ১০ টায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ভোট পড়েছে ১৩৭ টি। সেখানে মোট ভোটার ৩ হাজার ৯৭৫ জন। সকাল ১১ টায় পাইকেরছড়া দলবাড়ি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় মোট ভোটার ৩ হাজার ২৭ জন। এর মধ্যে ভোট পড়েছে ৩৩৫টি।

দুপুর ১২টায় পাইকেরছড়া ফেডারেশন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, মোট ভোট পড়েছে ৫০১ টি। ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৯৭ জন। দুপুর ১ টায় ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ‍্যালয় কেন্দ্রে মোট ভোট পড়েছে ৫১০ টি। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮৩৩ জন।

সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ‍্যা ১ লাখ ৯৮ হাজার ৭৩৪ জন। ৯২ টি কেন্দ্রে ৫৩৩ টি বুথে সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

উক্ত নির্বাচনে চেয়ারম‍্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। চেয়াম‍্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম‍্যান নূরন্নবী চৌধুরী ঘোড়া, উপজেলা বিএনপির বহিস্কৃত সাধারন সম্পাদক ও তিলাই ইউপির সাবেক চেয়ারম্যান একেএম ফরিদুল হক শাহিন শিকদার মোটর সাইকেল, প্রভাষক ও সাংবাদিক রফিকুল ইসলাম হেলিকপ্টার ও পল্লী চিকিৎসক মতিয়ার রহমান জোড়া ফুল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করজেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক মাহমুদুল হাসান টিউবওয়েল, বিশিষ্ট ব‍্যবসায়ী শাহজাহান আলী সোহাগ উড়োজাহাজ, একেএম গোলাম কাদের সিদ্দিকী রনি মাইক ও এস এম ফারুকুজ্জামান ফারুক তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা কলস,সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ফুটবল ও জেলা পরিষদ সদস‍্য জহির উদ্দিন ব‍্যাপারীর সহধর্মিনী মনোয়ারা বেগম সেলাই মেশিন প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস জানান, শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুপুর ১২টা পর্যন্ত ১৮% ভোট পড়েছে।