শারদীয় দুর্গাপূজা উদযাপনে শেরপুর জেলা প্রশাসনের সতর্কতা জারি

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ, সবার নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ১৪ দফা সাধারণ নির্দেশনা জারি করেছে শেরপুর জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, পূজামণ্ডপে প্রবেশের সময় নিরাপত্তা চেকিংয়ে সহযোগিতা করতে হবে এবং কোনো সন্দেহজনক ব্যাগ বা বস্তু নিয়ে প্রবেশ করা যাবে না। প্রবেশ ও বাহির হওয়ার জন্য নির্ধারিত পথ ব্যবহার করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের উত্যক্ত বা হয়রানি সহ্য করা হবে না।

এছাড়া আতশবাজি ও পটকা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যানজট এড়াতে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে এবং নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে। মণ্ডপ এলাকায় ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় অন্য ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি ভিড়ের স্থানে স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মানতে হবে এবং মণ্ডপ এলাকায় ধূমপান, আগুন ব্যবহার বা বৈদ্যুতিক তার স্পর্শ করা যাবে না।

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি গুজব না ছড়ানোর জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কন্ট্রোল রুমের ফোন নম্বর ০২-৯৯৭৭৮১০১৩-এ যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নির্দেশনায় স্বাক্ষর করেন শেরপুরের জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।