শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৬

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে খুলনা ও র্যাব-৬ এর আওতাধীন অন্যান্য জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
র্যাব-৬ জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে র্যাব-৬ এর আওতাধীন ৮টি জেলায় পূজামণ্ডপ, মন্দির ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খুলনায় অবস্থিত আর্য্য ধর্মসভা মন্দির, শীতলা বাড়ি মন্দির, দোলখোলা ও শিববাড়ি কালী মন্দির পরিদর্শন করেন র্যাব-৬ এর অধিনায়ক। মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল চালানো হচ্ছে।
শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে, যেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি পরিচালনা করা হচ্ছে। এছাড়াও মণ্ডপ এলাকায় সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে।
র্যাব-৬ এর পক্ষ থেকে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে, দুর্গাপূজার সময় কোনো সন্দেহজনক ব্যক্তি বা উশৃঙ্খল কার্যকলাপ দেখা দিলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ র্যাবের সঙ্গে যোগাযোগ করার জন্য। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে র্যাব-৬ নিশ্চিত করবে, যে দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময়ভাবে উদযাপন হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন