শারদীয় দূর্গোৎসবকে ঘিরে চাঁদপুরে যুব ঐক্য পরিষদের প্রস্তুতি সভা

শারদীয় দূর্গোৎসবকে ঘিরে চাঁদপুরের কচুয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের প্রস্তুতি সভা করা হয়েছে।
(১৯ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে কচুয়া উপজেলা যুব ঐক্য পরিষদের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়। তিনি বলেন, পূজার শুরু হতে সমাপনী দিন পর্যন্ত নির্বিগ্নে উৎসবটি সম্পন্ন করতে প্রতিনিয়ত নিজেরা স্বেচ্ছাসেবী হিসেবে পূজো মন্ডপগুলোতে অতন্দ্র প্রহরির মতো নজরদারি রাখতে হবে।
বিশেষ করে মা বোনেরা যাতে নিরাপদে পূজো দেখতে পারে সেদিকে প্রয়োজনীয় পরিকল্পনায় সর্বাধিক গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে দূর্গা মা নানা প্রতিকূল পরিবেশ কাটাতেই কিন্তু মর্তে আসছেন। তাই মায়ের এই আগমনীতে কোনভাবে অমর্যাদা যাতে না হয় সেটা ভেবেই প্রশাসনের সাথে সমন্বয় রেখে সবাই এক ও অভিন্ন হয়ে কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করে যেতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস বলেন, অধিকার আদায়ে যেভাবে যুব ঐক্য পরিষদ কাজ করে যাচ্ছে তা সংখ্যালঘু ধর্মালম্বীরা শ্রদ্ধার সাথে সবসময়ই স্মরণ করে। দূর্গোৎসব নিয়ে যাতে কেউ কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে দাবার গুটি বানাতে না পারে।
সেদিকে যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় নির্দেশনার সাথে এক ও অভিন্ন হয়ে কাজ করবে। সর্বপরী ঐক্যবদ্ধতার পাশাপাশি সকল সংখ্যালঘু সম্প্রদায়ের যুব সমাজ এক ছাতার তলে এসে যুব ঐক্য পরিষদ করবে এমনটাই প্রত্যাশা করছি।
কচুয়া উপজেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অসীম পোদ্দারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিনয় সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার,কচুয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক উজ্জল,হাইমচর উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শিমুল অধীকারি সুমনসহ অন্যরা।
পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এ সভায় চাঁদপুরের কচুয়া উপজেলা যুব ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন