শারীরিক সক্ষমতায় রুশ কমান্ডোদেরও চমকে দেন পুতিন!
শারীরিক সক্ষমতায় নিজের দেহরক্ষীদেরও চমকে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ তাঁর এই দেহরক্ষীরা সবাই বিশেষ রুশ কমান্ডো৷জুডোর চেয়েও মারাত্মক খেলা স্যাম্বো। আর এই স্যাম্বোতে দারুণ দক্ষ রুশ প্রেসিডেন্ট। জুডোতে শত্রুকে মেরে ফেলার আইন নেই৷ শুধু ঘায়েল করার কথা বলা হয়৷ কিন্তু স্যাম্বোতে শত্রুকে মেরে ফেলার কথা বলা হয়েছে৷ জানা গেছে, ভয়ঙ্কর এই মার্শাল আর্টের গোপন কলাকৌশলে পুতিনের জুড়ি মেলা ভার।
মধ্য ষাট পার করা ভ্লাদিমির পুতিনের সক্ষমতা দেখে যে কেউ চমকে যাবেন৷ নিয়ম করে শরীরচর্চা করেন তিনি৷ মজে থাকেন জুডো অনুশীলনে৷ কিন্তু স্যাম্বো প্র্যাকটিস? সেরকম তো কোনও ছবি বের হয়নি পুতিনের৷ জুডো একটি পরিচিত আত্মরক্ষামূলক খেলা৷ কিন্তু রুশ মার্শাল আর্ট স্যাম্বো ততটা পরিচিত নয়৷ এখানেই লুকিয়ে রয়েছে রহস্য৷
জানা গেছে, সোভিয়েত আমলে পুতিন যখন রুশ গোয়েন্দা সংস্থা কেজিবি এজেন্ট ছিলেন, তখনই তাঁর স্যাম্বো শিক্ষা সম্পূর্ণ হয়েছিল৷ স্কুলে পড়ার সময় থেকেই স্যাম্বো টেকনিক বেছে নিয়েছিলেন পুতিন৷ পরে সেই খেলার সঙ্গে শত্রুকে মেরে ফেলার কৌশলও আয়ত্তে আনেন৷ মূলত স্যাম্বো দুরকম৷ একটি ক্রীড়ামূলক, অন্যটি হল যুদ্ধপদ্ধতি৷ দুটি বিভাগেই পারদর্শী পুতিন৷
কী এই স্যাম্বো ?
স্যাম্বো একটি রাশিয়ান শব্দ। এর ইংরেজী হলো-‘সেল্ফ ডিফেন্স উইদাউট উইপনস’। রাশিয়ান কমান্ডো শিক্ষার মিশেলে সৃষ্টি হয়েছে স্যাম্বো৷ ১৯২০ সালে সোভিয়েত লাল ফৌজে স্যাম্বো শিক্ষা চালুর বিষয়ে নির্দেশ দেন লেনিন৷ তখন থেকেই রাশিয়ায় ছড়িয়ে পড়ে স্যাম্বো৷
মূলত জাপানি যুযুৎসু ও জুডোর সঙ্গে আরও কিছু কলাকৌশল মিশিয়ে প্রাণঘাতী আত্মরক্ষামূলক কৌশল তৈরি করেছিলেন দুই রাশিয়ান ভিক্টর স্পিরিদনভ ও ভাসিলি ওসচেপকভ৷ তাঁরা প্রশিক্ষণ নিয়েছিলেন আধুনিক জুডোর আদি গুরু তথা জাপানের কিংবদন্তি জুডো প্রশিক্ষক ড. জিগোরো কানোর কাছে৷ পরে স্যাম্বো ট্রেনিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রতিপক্ষ নাৎসি বাহিনীর উপর প্রয়োগ করে লাল ফৌজ৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরে জন্ম নেওয়া ভ্লাদিমির পুতিন স্কুল জীবনেই স্যাম্বো অনুরাগী হয়ে যান৷ রীতিমতো কঠোর প্রশিক্ষণ নেন তিনি৷ তারপর গোয়েন্দা বিভাগ থেকে তাঁকে আরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়৷ শেষপর্যন্ত এক দুর্দান্ত স্যাম্বো এক্সপার্ট হয়ে যান পুতিন৷ যেকোনো সময় নিজের থেকে শক্তিশালী শত্রুকে মেরে ফেলতে পারেন পুতিন৷ এক্ষেত্রে তাঁর দক্ষতা প্রশংসনীয়৷ যদিও তিনি স্যাম্বো কৌশল লুকিয়েই রাখেন নিজের কাছে৷ বদলে জুডোতেই বেশি নজর দেন৷
সূত্র: ইন্টারনেট
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন