শারীরিক হেনস্থাকারীর নাম প্রকাশ করলেন কঙ্গনা
জীবন নিয়ে কোনও লুকোচুরি নেই তার। লুকোচুরি নেই ব্যক্তিগত সম্পর্ক নিয়েও।
তিনি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিছুদিন আগেই, ১৭ বছর বয়সে বাবার বয়সী একজনের কাছে শারীরিক ভাবে হেনস্থা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন নায়িকা। এবার সেই ব্যক্তির নামও ফাঁস করলেন তিনি।
ইন্ডিয়া টুডে’র খবর অনুযায়ী, কঙ্গনা যে ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি আদিত্য পাঞ্চোলি। সে সময় নাকি আদিত্যর স্ত্রী জারিনা ওয়াহাবের কাছে সাহায্যের জন্যও গিয়েছিলেন কঙ্গনা। কিন্তু জারিন তাকে ফিরিয়ে দেন।
কঙ্গনার কথায়, ‘‘আমি ওর মেয়ের থেকেও এক বছরের ছোট ছিলাম। আমি ওর স্ত্রীয়ের কাছে গিয়ে বলেছিলাম, আমাকে বাঁচান। কারণ এতটাই ছোট ছিলাম যে আমার সঙ্গে যা ঘটেছিল তা বাবা-মাকেও বলতে পারিনি। ’’
কিন্তু জারিন সে সময় তাকে কোনও সাহায্য করেননি বলে অভিযোগ করেছেন কঙ্গনা। এরপর বাধ্য হয়ে কঙ্গনা পুলিশের সাহায্য চেয়েছিলেন। সে সময় শুধুমাত্র সতর্ক করেই নাকি আদিত্যকে ছেড়ে দেয় পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন