শার্ট গায়ে তোমাকে ভালই তো দেখাচ্ছে : গাঙ্গুলিকে টিপ্পনি নাসিরের
ইংল্যাণ্ডের লর্ডস ক্রিকেট মাঠ বাঙালি বাবু সৌরভ গাঙ্গুলির ক্যারিয়ারে সব সময়েই বিশেষ কিছু। কারণ এখানেই তার টেস্ট ডেব্যু হয়েছিল ১৯৯৬ সালে। মাইকেল আথার্টনের নেতৃত্বাধীন ইংলিশ টিমের বিরুদ্ধে সৌরভ সেবার ১৩১রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন।
এর ৬ বছর পরে অর্থাৎ আজ থেকে ১৬ বছর আগে ন্যাটওয়েস্ট সিরিজে ইংলিশ ক্যাপ্টেন নাসির হুসেইন ঝকঝকে এক সেঞ্চুরি করেছিলেন সেই ভারতের বিরুদ্ধে একই মাঠে। এটি ছিল সিরিজের ভাগ্য নির্ধারণী ম্যাচ। কিন্তু টিমকে জেতাতে পারননি নাসির। যুবরাজ আর মোহাম্মদ কাইফের শানদার ব্যাটিংয়ে জিত হয় ভারতীয়দের যাদের কাপ্তান তখন সৌরভ গাঙ্গুলি।
গাঙ্গুলি এই জয়ে এতই উচ্ছ্বসিত হয়ে পড়েন যে ড্রেসিং রুম থেকে বের হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের টিশার্ট খুলে খালি গায়ে দুহাত তুলে উল্লাস করতে থাকেন।
‘ভদ্রলোকের খেলা’ ক্রিকেটে একজন জাতীয় দলের ক্যাপ্টেনের অমন বেসামাল উদযাপনের সেই ছবি নিয়ে তখন ভালমন্দ অনেক কথা হয়েছিল। ক্রিকেটের রথি মহারথিরা সমালোচনায় মুখর হয়েছিলেন ভারত অধিনায়কের বিরুদ্ধে। পরবর্তীতে এক সাক্ষাৎকারে সৌরভ স্বীকারও গেছেন যে সেটা তার ভুল ছিল।
তো সেসব পুরনো কথা। ঠিক এ মুহূর্তে সৌরভ ইংল্যান্ড সফররত ভারতীয় দলের সঙ্গে রয়েছেন। একজন ধারাভাষ্যকার হিসেবে ভূমিকা রাখছেন তিনি সেখানে। এরই সূত্র ধরে গত সোমবার তিনি নিজের টুইটার হ্যান্ডেলে স্যুডেট-বুটেড একটি সেলফি পোস্ট করেন। ছবিটি লর্ডস মাঠের ব্যালকনিতে দাঁড়ানো অবস্থায় তোলা।
ক্যাপশনে সৌরভ লেখেন- ব্যাক অ্যাট লর্ডস… দিস ইজ হোয়ার ক্যারিয়ার স্টার্টেড…অর্থাৎ ফিরে এলাম লর্ডসে… এটা সেই স্থান যেখানে আমার ক্যারিয়ারের শুরু…
তো এই ছবি সৌরভ ভক্তদের নিঃসন্দেহে আনন্দ দিলেও সাবেক ইংলিশ ক্যাপ্টেন বিষয়টির মজা নিয়েছেন অন্যভাবে। তিনি তার টুইটার হ্যান্ডেলে লেখেন, সেই ব্যালকনিতে ফের তুমি (সৌরভ)… শার্ট পরা অবস্থায় তো ভালই লাগছে তোমাকে!!
গতকাল ৯ জুলাই দুজনের মাঝে এই টুইটবাজি হয় যা তাদের ভক্ত নেটিজেনদের মাঝে কৌতুককর আগ্রহের সৃষ্টি করেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ এরই মধ্যে জিতে নিয়েছে ভারত। ১২ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তার আগে দলকে তিনদিনের বিশ্রাম দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন