শার্শার কায়বার বাগুড়ী গ্রামের রাস্তা সংস্কার করলেন জামায়াতসহ এলাকার যুবসমাজ
যশোরের শার্শার কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা গ্রামের রাস্তা সংস্কার করে দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম সহ গ্রামের যুবসমাজ।
শনিবার (৫ অক্টোবর) সকালে জামায়াতের কর্মীরা সহ এলাকাবাসীর কিছু যুব সমাজ সবাই মিলে এই রাস্তাটির সংস্কার করেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, কায়বা ইউনিয়নের বাগুড়ী ৮ নং ওয়ার্ডের দক্ষিণপাড়ার গ্রামের মধ্যে ছাইরান সরদারের বাড়ি থেকে শুরু শাহজাহানের বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে খুবই নাজেহাল অবস্থায় ছিল। এলাকার মানুষ অনেক কষ্ট করেই এ রাস্তা দিয়ে চলাচল করত।বিষয়টি বাংলাদেশ জামায়াতে ইসলামের নজরে পড়ে।এসময় জামায়াতের কর্মিরা সহ গ্রামের যুবসমাজ তারা নিজেদের উদ্যোগেই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন।
বাগুড়ী বেলতলা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানান, এই গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে চলা চলাচলের অনুপযোগী ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা সহ এলাকার কিছু যুবক ছেলেরা মিলে এখন রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলেছে।আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
কায়বাবা ইউনিয়নের বাগুড়ী ওয়ার্ডারের যুব ইউনিটির সভাপতি মুকুল জানাই, রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তা দিয়ে চলাচল করতে অনেক দুর্ভোগে পড়তে হতো। বিষয়টি আমার নজরে এলে আমি আমার সংগঠনকে জানানোর পর তাদের নির্দেশে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলেছি।
একজন পথচারী আব্দুল হাই জানায়, এই রাস্তা দিয়ে আমার পূর্বপুরুষরা চলাচল করত। এখন আমি ও চলাচল করি। রাস্তাটি তৈরি হয়েছিল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সরকারের আমলে। সেই থেকে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে এই রাস্তার কোন কাজ হয়নি। গ্রামের এই যুবক ছেলেরা তারা যে কাজটা করছে নিঃসন্দেহে একটি ভাল কাজ।
এলাকাবাসী নাজমুল হোসাইন বলেন, আমি এই গ্রামের একজন তরুণ। এ রাস্তা দিয়ে আমরা সব সময় চলাচল করি ।এ রাস্তাটি আমাদের চলাচলের একমাত্র পথ। আমাদের বাজার ঘাটে ওঠার এই পথ ছাড়া অন্য কোন পথ নাই। তাই বাধ্য হয়ে এই রাস্তা দিয়েই আমাদের চলাচল করতে হয়।রাস্তাটি খুব খারাপ অবস্থা ছিল। এখন আমাদের গ্রামের কিছু সচেতন তরুণ ছেলেরা সহ জামায়াতে ইসলামের উদ্যোগে এই অবহেলিত রাস্তাটি এখন সংস্কার করে চলাচলের উপযোগী করেছি।
রাস্তারটি সংস্কার কাজে যারা উপস্থিত ছিলেন, গিয়াস উদ্দিন, কবির,রিপন, খালিদ, ইমামুল, ইউনুস, শফিকুলসহ প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন