শার্শায় বারো কেজি ওজনের ওল দেখতে জনতার ভীড়
বাজারে হারুনের তরকারির দোকানে ভীড়। উৎসুক জনতা একটি ওল দেখছেন। যার ওজন ১২ কেজি।
যশোরের শার্শার রুদ্রপুর গ্রামের রুহুলামিন হুজুরের ছেলে হারুন। বাজারে তরকারি বিক্রী করেন। বাড়ীতে লাগানো ওল এনেছেন দোকানে বিক্রী করবেন বলে। ওলটি অ-স্বাভাবিক হওয়ায় দেখছেন জনতা। আর নানান প্রশ্ন করছেন দোকানিকে।
হারুন জানালেন, তিনি বাড়ীর উঠোনে ৫০ টার মত ওল গাছ লাগিয়েছেন। দেড় থেকে দু’কেজি ওজনের ওলের চাকি বসিয়েছিলেন ১০টি এবং আধা কেজি ওজনের ওলের চাকি বসিয়েছেন ৪০টি। মোট ৫০টি চাকি বসিয়েছেন বাড়ীর আঙ্গিনায়। বসানোর আগে নিয়ম মত ইউরিয়া, ফসফেট, পটাস দিয়েছিলেন গর্তে। আর কিছুই না। তাতেই বাজীমাত।
বড়ওলগুলোর ওজন ১১/১২ কেজি। ছোটগুলো ৭ কেজি। দোকানে কেটে কেটে বিক্রী করছেন ৪০ টাকা কেজি দরে।
ওলের স্বাদ ভালো তাই ক্রেতার সংখ্যাও বেশী।
তিনি জানালেন, সামনের বার বেশি করেই ওল লাগাবেন বাড়ীর উঠোনে। বললেন, যাদের বাড়ীর সামনে ফাঁকা জায়গা আছে তারা ওল লাগিয়ে আমাদের মত লাভবান হতে পারেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন