শাহজাদপুরে ধর্ষিতা শিশুর পরিবারের পাশে কবিতা এমপি
এক ধর্ষিতার পরিবারের পাশে এসে দাঁড়ালেন সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর ) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
শুক্রবার দুপুরে ধর্ষিতার পিতা শাহজাদপুরে এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার সাথে দেখা করতে গেলে তাকে জানানো হয় সকল ধরনের সহযোগিতা কথা।এদিন এমপি মেরিনা জাহান কবিতা ঢাকায় অবস্থান করায় ফোনে সহযোগিতার কথা জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন এমপির একান্ত সহকারি তানভির আহম্মেদ।
অভিযোগে জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুঁধিবাড়ি ফকিরপাড়া গ্রামের মৃত বাবু ফকিরের ছেলে ৪ সন্তানের জনক লম্পট হোসেন আলী (৫৫) তার চাচাতো ভাই হতদরিদ্র তাঁত শ্রমিকের পৌনে ৪ বছর বয়সী শিশু কন্যাকে টিভিতে কার্টুন দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৭ জুন) দুপুরে। গুরুতর আহত পৌনে ৪ বছরের শিশু কন্যাকে উদ্ধার করে তার পিতা শিশু কন্যাকে সিরাজগঞ্জ সদর হাপাতালে ভর্তি করেন। সেখানেই শিশুটি চিকিৎসা নিচ্ছে। ঘটনার পর লম্পদ হোসেন আলী পলাতক রয়েছে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মঈনুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পারেন গতকাল বৃহস্পতিবার। এদিন ঘটনাস্থলে পুলিশ ইন্সপেক্টর ফারুক আহম্মেদকে পাঠানো হয়েছিল।
ইন্সপেক্টর ফারুক আহম্মেদ জানান, চিকিৎসার জন্য শিশুটিকে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ায় এদিন বিকেলে উপজেলার কৈজুরী ইউনিয়নের গুঁধিবাড়ি ফকিরপাড়া শিশুটির বাড়ির কাউকে পাওয়া যায়নি। অভিযুক্ত হোসেন আলী পলাতক রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন