শাহজালালে ৪৫ লাখ টাকার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয় হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
বুধবার রাতে আটকের বিষয়টি বিমানবন্দর আর্মড পুলিশ নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো মিয়ানমারের নাগরিক নজরুল ইসলাম ও জোবায়ের।
পুলিশ জানায়, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















