শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি স্বর্ণসহ বিমান কর্মী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮টি গোল্ডবার বা প্রায় ৭ কেজি ৮৮৮ গ্রাম স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন এয়ারক্রাফট মেকানিককে আটক করা হয়েছে।
সোমবার এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৬৮টি স্বর্ণেরবারসহ বিমানের এক এয়ারক্রাফট মেকানিককে আটক করেছে এপিবিএন। জব্দ হওয়া স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৭ কেজি ৮৮৮ গ্রাম।
এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















