শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেলের দেয়াল ধসে পথচারী নিহত

শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পুরাতন বহির্বিভাগের দেয়াল ধসে এক নারী নিহত হয়েছেন। তার নাম পারভীন আক্তার। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। বুধবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন পুলিশের এসবি শাখার সদস্য এসআই জাহিদুল ইসলাম, বিএসএমএমইউর আনসার সদস্য ওমর ফারুক, নার্স আনতারা জাহান। আরেকজনের নাম জানা যায়নি। আহতরা বিএসএমএমইউর জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

নার্স আনতারা জাহানের সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিকালে আনতারা বিএসএমএমইউ থেকে বাসায় ফিরছিলেন। হোটেল শেরাটনের উল্টো দিকে হাসপাতালের দেয়ালের পাশ দিয়ে যেতেই হঠাৎ করে দেয়াল ধসে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় আনতারা পায়ে ব্যাপক চোট পান। তার পায়ে বেন্ডেজ লেগেছে।’

ঘটনাস্থল থেকে জহির রায়হান জানান, ‘বিকাল চারটার দিকে দেয়াল ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় পারভীন আক্তার নামে একজন পথচারী গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘বিকাল চারটার দিকে দেয়াল ধসের খবর আমরা পাই। এতে পুলিশের একজন এসআইও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।’

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান জানান, এই দেয়ালটিতে কোনো ত্রুটি আছে এটা তারা আগে জানতেন না। হতাহতদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করবে বলেও জানান ভিসি।