শিক্ষকের পকেটে ইয়াবা দিতে গিয়ে ধরা খেলেন এসআই!

যশোরে এক কলেজ শিক্ষককে ইয়াবা দিয়ে আটক চেষ্টার অভিযোগে কোতোয়ালি মডেল থানার এসআই এস এম শামীম আক্তারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহিদ মোহাম্মদ আবু সরোয়ার এসআই শামীম আক্তারকে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র মতে, গত ১৩ জুন সন্ধ্যার দিকে যশোর সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম বিপ্লবের পকেটে ‘ইয়াবা ট্যাবলেট দিয়ে’ আটকের চেষ্টা করেন এসআই শামীম।
ওই সময় কলেজ শিক্ষক জাহিদুল ইসলাম বিপ্লব কর্মস্থল থেকে হৈবতপুর ইউনিয়নের মুরাদগড়ে বাড়িতে ফিরছিলেন।
যশোর-ঝিনাইদহ মহাসড়কের কাজী শাহেদ সেন্টারের সামনে পৌঁছালে পুলিশ তার গতিরোধ করে।
এ সময় পুলিশের এক সোর্স শিক্ষকের পকেটে ইয়াবা ট্যাবলেট দেয়ার চেষ্টা করে। এসআই শামীম আক্তারও তাকে ‘ইয়াবা’ আছে বলে আটকের চেষ্টা করেন।
এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে লোকজন জড়ো হয়। ফলে পরিস্থিতি খারাপ বুঝে এসআই শামীম আক্তার কলেজ শিক্ষককে ছেড়ে দিতে বাধ্য হন।
ওই ঘটনায় বৃহস্পতিবার এসআই শামীম আক্তারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















