শিক্ষক সংকট মেটাতে বিশেষ বিসিএসের পরিকল্পনা
সরকারি কলেজে শিক্ষক সংকট মেটাতে বিশেষ বিসিএস পরীক্ষা নেয়া হবে। এ সংক্রান্ত চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাবলিক সার্ভিস কমিশন বলছে, চাহিদাপত্র পেলেই ব্যবস্থা নেয়া হবে।
নতুন জাতীয়করণকৃত কলেজ বাদে দেশে ৩২৭টি সরকারি কলেজ আছে। এসব কলেজে প্রভাষক পদে প্রায় আড়াই হাজার, সহকারী অধ্যাপক পদে ২৭০টি, সহযোগী অধ্যাপকের ১৫০টি এবং অধ্যাপক পদে ৭০টি পদ শূন্য আছে। এই শিক্ষক সংকটের ফলে বাধাগ্রস্থ হচ্ছে কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম।
এ অবস্থায় নিয়মিত বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে সংকট দূর করা সম্ভব নয় বলে মনে করছে শিক্ষামন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, বিশেষ বিসিএসের মাধ্যমে এই সংকট দূর করা হবে। এরই মধ্যে ৪১তম বিসিএস বিশেষ নেয়ার জন্য কার্যক্রম চলছে।
শুধু কলেজেই নয়, বিশেষ বিসিএসে নন-ক্যাডারে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ দেয়ার কথাও বলছে মন্ত্রণালয়।
পাবলিক সার্ভিস কমিশন বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাদিাপত্র পেলেই আইন পরিবর্তন করার কাজ শুরু করা হবে। সব প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব বিজ্ঞপ্তি জারি করবে কমিশন।
এদিকে আগামী মাসের মধ্যেই নিয়মিত ৪০তম বিসিএসের সার্কুলার দেয়া হবে। সেখানে দুই শতাধিক কলেজের শিক্ষক নিয়োগ দেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন