শিক্ষামন্ত্রীকে কেন যেতে হবে : প্রশ্নফাঁস প্রসঙ্গে প্রধানমন্ত্রী
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ বা অপসারণের কোনো যুক্তি নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মন্ত্রী প্রশ্ন ফাঁস করে না, বা সচিবও প্রশ্ন ফাঁস করে না। তাহলে তাকে কেন যেতে হবে।
সোমবার ইতালি সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, প্রশ্নগুলা ফাঁস হচ্ছে পরীক্ষা শুরুর ২০ মিনিট থেকে এক ঘণ্টা আগে। এই সময়ে প্রশ্ন পেয়ে তা দেখে মুখস্ত করে পরীক্ষায় লেখার মতো মেধাবী কে আছে, সেটাও জানতে চান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন