শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সংসদে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ দাবি করে সংসদে বক্তব্য রেখেছেন ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহজীব আলম সিদ্দিকী।
মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে তাহজীব বলেন: নিশ্চয় একটি সফল ও সার্থক সরকারের ভাবমূর্তি কোনো দায়িত্বহীন ব্যক্তির লাগামহীন বক্তব্যে ভূলণ্ঠিত হতে পারে না। যারা দায়িত্বে আছেন, বিশেষ করে যারা নির্বাহী দায়িত্বে আছেন, তারা বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে উপলব্ধি করবেন।
সহনশীল মাত্রায় ঘুষ নেয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর পরামর্শ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্তব্য দায়িত্ব ও লাগামহীন মন্তব্য করে তিনি বলেন : অতি কথন দোষে দুষ্ট আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অতি বিতর্কিত কিছু বক্তব্য সরকারের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ন করেছে।
গত ২৫ ডিসেম্বর শিক্ষামন্ত্রী শিক্ষা ভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের এক অনুষ্ঠানে সহনশীল মাত্রায় ঘুষ খাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে তুমুল আলোচনা হয়ে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন