শিক্ষার্থীদের ওপর ভর করেছে বিএনপি: নিখিল
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর ভর করেছে বিএনপি। যুবলীগ রাজপথে থাকবে। বিএনপি-জামায়াতের কোনো অপৎপরতা মেনে নেওয়া হবে না।
রোববার (১৪ জুলাই) দিনগত রাত সোয়া ২টার দিকে রাজধানীর শাহবাগে যুবলীগের বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।
যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, যে বিএনপি কোনো আন্দোলন-সংগ্রামে সফলতা পায়নি সেই বিএনপি কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ভর করেছে।
তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর ভর করে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তারা। মুক্তিযুদ্ধের চেতনাকে তারা অপমান করতে চায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিখিল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে। শুধু ঢুকেইনি, বিএনপির নেতারা তাদের (শিক্ষার্থীদের) পক্ষে অবস্থান করছেন।
এর আগে, রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে যুবলীগ নেতারা বিক্ষোভ মিছিল করেন।
এসময় তারা স্লোগান দিতে থাকেন, ‘রাজাকারের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জামায়াতের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘রাজাকারের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘তুমি কে আমি কে- বাঙালি বাঙালি’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা’।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন