শিক্ষার্থীদের দাবিতে চালু হতে যাচ্ছে নেত্রকোণা-ময়মনসিংহ বিআরটিসি বাস
শিক্ষার্থীদের দাবিতে আগামী শনিবার থেকে নেত্রকানা- ময়মনসিংহ সড়কে বিআরটিসি বাস চলাচল করতে যাচ্ছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর সংবাদ সম্মেলন করে বিষয়টি জানায় ছাত্ররা। দুর্বার নেত্র নামের স্থানীয় ছাত্ররা নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে । বিগত সরকারের আমলে নেত্রকোণা থেকে ময়মনসিংহ রোডে বিআরটিসি বাস চালু হযেছিল। অজ্ঞাত কারনে কিছুদিন পরে তা বন্ধ হয়ে যায়।
কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর শিক্ষার্থীবৃন্দ পুণরায় তারা বাস চালুর দাবি জানায় এরই প্রেক্ষিতে আগামী শনিবার থেকে বিআরটিসি বাস চলাচল করবে।
পরিবহণ সেক্টরে অনিয়ম দূর করতে তারা জেলা প্রশাসকের কাছে ১১ দফা দাবি জানিয়েছেন। তাদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে নামার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
নেত্রকোণা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন- নেত্রকোণা আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাফিন আহমদ সাদমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন