শিক্ষার্থীদের ফুল-ক্যাপ দিয়ে নাভারনে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/02/000-700x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘সেবা সপ্তাহের অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’- এই স্লোগানকে সামনে রেখে ‘হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪’ উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজন করলো যশোরের নাভারন হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের হাতে ফুল ও লোগো বিশিষ্ট ক্যাপ দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
নাভারন হাইওয়ে থানার ইনচার্জ এসআই শ্রী সিদ্ধার্থ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান (বিপি এম বার)।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (যশোর সার্কেল) মো. নাসিম খান, আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শামীম আহমেদ মল্লিক।
এসময় স্কুলের সকল শিক্ষক, নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমানসহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
পরে বর্ণাঢ্য র্যালির বের হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন