শিক্ষার্থীদের সিট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই আবাসিক হলের সিট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্রোহী হলের শিক্ষার্থীরা।
(৪ মার্চ) ২০২৫, সকাল ১১টায় নজরুল ভাস্কর্যের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিদ্রোহী হলের আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন। শিক্ষার্থীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চশিক্ষার পথে বাধা সৃষ্টি করবে। শিক্ষার্থীদের দুই দফা দাবি:
১. স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে কোনো শিক্ষার্থীর সিট বাতিল করা যাবে না।
২. ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের প্রস্তুতির জন্য ন্যূনতম তিন মাস সময় দিতে হবে।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে হলে থাকার সুযোগ বন্ধ করে দিলে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও চাকরির প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়বে। এক শিক্ষার্থী বলেন, “ফলাফল প্রকাশের আগেই আমাদের হল ছাড়তে বাধ্য করা হলে আমরা কোথায় যাব? বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত আমাদের বাস্তবতা বোঝা।”
এ বিষয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের দাবির বিষয়টি প্রভোস্ট কাউন্সিলে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে, এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচির পথে যেতে বাধ্য হবেন। এখন দেখার বিষয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই দাবির প্রতি কতটা ইতিবাচক সাড়া দেয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন