শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের ৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের ষষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে ৭ টি কর্মসূচী বাস্তবায়িত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো বৃক্ষরোপণ, রক্তদান, কম্বল বিতরণ, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও দৃষ্টনন্দন ফুলের বাগান।

সোমবার (৬ই জানুয়ারি) শেরপুরের শ্রীবরদী উপজেলার ১৬ টি প্রতিষ্ঠানে ৭টি করে বৃক্ষ রোপন, ৭টি অসহায় মুমূর্ষু রোগীকে রক্তদান, রাতের আধারে ১৫০টি হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ এর শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা, শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য উপস্থিত বক্তৃতা, তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীবরদী শেরপুর এর ভিতরে দৃষ্টিনন্দন একটি ফুলের বাগান করা হয়।

গৃহীত কর্মসূচী গুলো বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন এর সপ্তম বর্ষে পদার্পণ সফল ও সার্থক হয়।

আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ এর অধ্যক্ষ পারভীন আজাদী বলেন, আমার কলেজে এই সংগঠনটি বরাবরই শিক্ষা নিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। তাদের এই কাজ গুলোর মাধ্যমে অনেক গরীব শিক্ষার্থী উপকৃত হয়েছে। আমি সংগঠনের সাফল্য কামনা করি।

তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার প্রতিষ্ঠানকে চিত্রাংকন প্রতিযোগিতার জন্য বেছে নেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। সংগঠনটি দীর্ঘদিন থেকেই ভালো ভালো কাজে আবদার রেখেছে শ্রীবরদী উপজেলাতে।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাজিদ হাসান শান্ত জানান, শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে সকল ভলান্টিয়ার ভাই ও বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন বরাবরের মতোই আপনাদের নিয়ে মানবিক কাজ পরিচালনা করে যাবে।