শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বেরোবি ও ইবিএইউবি এর মধ্যে সমঝোতা চুক্তি
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং এক্মিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) -এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইবিএইউবি ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমঝোতা চুক্তিতে বেরোবি’র পক্ষে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এবং এক্মিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর পক্ষে উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসাইন, ট্রেজারার, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব মো: মাহমুদুল হাসান এবং পুলিশ সুপার জনাব টি এম মোজাহিদুল ইসলাম।
উক্ত সমঝোতা চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন ও যৌথ উদ্যোগে গবেষণার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন