শিক্ষা মন্ত্রণালয় : নাহিদ আউট, দীপু মনি ইন
একাদশ জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন (চাঁদপুর সদর-হাইমচর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডা. দীপু মনি। নৌকা প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৩,০৬,৮৯৫ ভোট।
বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদককে শিক্ষামন্ত্রী করা হয়েছে।এতদিন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম নাহিদ।
রোববার বিকালে মন্ত্রিপরিষদ সচিব শফিউল ইসলাম এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার সময় এই তথ্য জানান।
এর আগে ডা. দীপু মনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়।
২০১৪ সালে ফের এমপি হন দীপু মনি।তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সর্বশেষ মন্ত্রিসভায় তার ঠাই হয়নি।বিষয়টি তখনকার রাজনীতিতে চমক হিসেবে দেখা হচ্ছিল।
ডা. দীপু মনির জন্ম ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর। তিনি বহুদিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে তিনি পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক হন।
নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সোমবার শপথ নেবেন।এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম নাহিদ।তাকে এবার মন্ত্রিসভা থেকে ছেটে ফেলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন