বগুড়ার শিবগঞ্জে ফয়সাল নামের এক যুবক ১০দিন যাবৎ নিখোঁজ
বগুড়ার শিবগঞ্জের ফয়সাল আহম্মেদ (২৮) নামের এক যুবক ১০দিন যাবৎ নিখোঁজ হয়েছে।
সে শিবগঞ্জ পৌর এলাকার সুলতানপুর নয়াপাড়া গ্রামের মৃত চুন্নু মিয়ার ছেলে ও আই.এফ.আই.সি ব্যাংক কিচক উপ—শাখার পিয়ন।
সে গত ১২ জুন দূপূর থেকে নিখোঁজ হয়। ফয়সালের কোন সন্ধান না পেয়ে তার মা ফাতেমা খাতুন ১৪ জুন শিবগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডি নং—৬৬৪।
নিখোঁজ ফয়সালের মা বলেন, আমার ছেলে গত ১২ জুন বগুড়া সদরের ছোট কুমড়া গ্রামে বউকে শশুড়বাড়ী রেখে কিচক ব্যাংকে কাজ করার জন্য যায়। তারপর থেকে এখন পর্যন্ত আমার ছেলে বাড়ি ফিরেনি।
আই.এফ.আই.সি ব্যাংক এর কিচক উপ—শাখার ইনচার্জ আব্দুল আওয়াল বলেন, ফয়সাল এই ব্যাংকে প্রায় দেড় বছর যাবৎ পিয়ন পদে কর্মরত আছেন। গত ১২ জুন দুপুর ২টার পর ব্যাংক থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর ব্যাংকে ফিরেনি।
শিবগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম ও জিডি তদন্তকারী কর্মকর্তা বলেন, ফয়সাল অনেকের সাথে আর্থিক লেনদেন করেছে। পাওনাদারের হাত থেকে রক্ষা পেতে সে গাঁঢাকা দিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন