শিবগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/11/lash-লাশ.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ জুলাই) সকাল আটটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের পাটখেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
সংবাদ পেয়ে সার্কেল এএসপি তানভীর হাসান ও ওসি আব্দুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের ধারণা কয়েকদিন আগে খুন করে কে বা কারা লাশটি পাট খেতে ফেলে রেখে গেছে। এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটিয়া এলাকার পারভেজ নামের এক যুবক সেন্ডেল দেখে মরদেহটি তার বাবা আব্দুল বাসেদ (৪৫) এর বলে দাবী করেন। বাসেদ কিছু দিন হলো নিখোঁজ রয়েছে। এবিষয়ে থানায় একটি জিডিও করা হয়েছিলো।
শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, এক যুবক মরদেহটি তার বাবার বললে দাবী করলেও আমরা মরদেহটির পরিচয় সনাক্তের কাজ করছি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন