শিবগঞ্জে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যে বগুড়ার শিবগঞ্জ পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিরার বেলা ১১টায় এ উপলক্ষে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, উপ-সহকারী প্রকৌশলী হাসান ওয়াদুদ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ বেলজার হোসেন, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, আ’লীগ নেতা সাহাব উদ্দীন শিবলী, প্রধান শিক্ষক জালাল উদ্দীন, আলমগীর হোসেন প্রমূখ।
পরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন