শিবগঞ্জে যৌথ কর্মীসভা করলো যুবদল ও স্বেচ্ছাসেবক দল

বগুড়ার শিবগঞ্জে যৌথ কর্মীসভা করেছে শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দেওয়ানতলায় যৌথ কমীসভা উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম তাজুর ইসলাম।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনির পরিচারনায় সভায় বক্তব্যে রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুল করিম, হারুনুর রশিদ, আবুু তাহের, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ আকন্দ, তোফায়েল আহম্মেদ সাবু, আবু বক্কর সিদ্দিক, আবু সাইদ, যুবদল নেতা আবদুল্লাহ জোবায়ের, মাহাদি হাসান তমাল, স্বেচ্ছাসেবক দল নেতা মাছুদ রানা মাছুম, ছাত্রদল নেতা বিপুল রহমান, আলামীন হোসেন প্রমূখ।