শিবগঞ্জে স্থগিত ফাইনালে ওয়াকঅভার পেল বিহার ইউপি
বগুড়ার শিবগঞ্জে স্থগিত হওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব—১৭ (বালক) ফাইনাল খেলায় বিহার ইউপি ওয়াকঅভার পেয়েছে।
সোমবার (১৯ জুন) বিকালে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২য় বারের মতো শিবগঞ্জ পৌরসভা ও বিহার ইউপি’র মধ্যে ফাইনাল খেলাটি হওয়ার কথা ছিলো। সে মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হয়।
খেলার নির্ধারিত সময়ের মধ্যে শিবগঞ্জ পৌরসভা একাদশ মাঠে উপস্থিত না হওয়ায় খেলা পরিচালনা কমিটি বিহার ইউপিকে বিজয়ী ঘোষণা করে। খেলাটি দেখার জন্য বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হলেও খেলাটি না হওয়ায় হতাশ হয়ে তারা ফিরে যায়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল প্রমূখ। খেলায় ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন জান্নাতুল নাইম।
প্রসঙ্গতঃ অনিবার্য কারণে গত বুধবারের ফাইনাল খেলাটি স্থগিত করেছিলো উপজেলা প্রশাসন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন