শিবচরে অটোরিকশা চাপায় শিশু নিহত
মাদারীপুর প্রতিনিধি : আজ মঙ্গলবার অটোরিকশা চাপায় মাদারীপুরের শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার মো: বিশাই মিয়ার ছেলে মো: নজরুল (৮) নিহত হয়েছে।
সূত্র থেকে জান যায়, দুপুর ১২ টার দিকে শিবচরের স্থানীয় একটি মাদ্রাসায় যাওয়ার জন্য নজরুল কাজির মোড় রাস্তা পার হচ্ছিল এমন সময়ে একটি অটোরিকশা তাকে চাপা দিলে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শিবচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আরো উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নজরুল মৃত্যু বরন করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন