শিবচরে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/ডাকাতি.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর প্রতিনিধি : শনিবার গভীর রাতে মাদারীপুরে জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ক্রোকচর ক্ষিতিশ সরদার কান্দি গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
সূত্র থেকে জানা যায়, শনিবার গভীর রাতে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ক্রোকচর ক্ষিতিশ সরদার কান্দি গ্রামের ঢালীর বাড়ির সুরক্ষিত পাকা ভবনের চিলেকোঠার টিন কেটে ১২/১৫ জন মুখোশধারী ডাকাত ঘরের ভিতরে ডুকে এ সময়ে পরিবারের সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে ফেলে। পরে ঘরের ভিতরের আলমারি থেকে নগত ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্নালংকার এবং ব্যবহারিত ৭টি মোবাইল সেটসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যেতে সক্ষম হয়।
এর আগেও ঢালীর বাড়িতে ডাকাতির ঘটনা হয়েছিল। এ সময়ে ডাকাতরা জব্বার ঢালী ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছিলেন। জব্বার ঢালীর দুই ছেলে অনেক দিন যাবত সৌদি আরবে আছেন।
শিবচর উপজেলার ভদ্রাসন ফাঁড়ির পুলিশ আজ রোববার ঢালী বাড়ির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন