শিবচরে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধা নিহত
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলায় সোমবার দুপুরে দিকে ট্রাক্টরের ধাক্কায় মর্জিনা বেগম (৭১) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। তিনি একটি ভ্যানের যাত্রী ছিলেন। নিহত বৃদ্ধা উপজেলার রাজারচর মোল্যাকান্দি এলাকার মৃত ময়ফুল খানের স্ত্রী।
ঘটনার সূত্র থেকে জানা যায়, দুপুরে পাঁচ্চর যাওয়ার সময়ে বৃদ্ধার বহকারী ভ্যানটি উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের মালেরকান্দি এলাকায় আসলে এ সময়ে ট্রাক্টরের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মর্জিনা পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়েছে।
শিবচরের থানার পুলিশের কর্মকর্তা বলেন, মর্জিনা বেগম নামের এক বৃদ্ধা ভ্যানে করে পাঁচ্চর যাওয়ার সময়ে পথে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের মালেরকান্দি এলাকায় আসলে একটি ট্রাক্টরের সাথে তার বহনকারী ভ্যানের সংঘর্ষ হলে সে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন