শিল্পী বললেন, আমাকে নিয়ে যা খুশি করুন, তারপর…
শিল্পী তিনি। একাধিক বিতর্কিত শিল্প সৃষ্টির জন্য বেশ নাম ডাক আছে মারিনা আব্রামোভিকের। স্বভাববশতই একটি আর্ট গ্যালারিতে ৬ ঘণ্টা শিল্পের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি। ঘোষণা করেছিলেন এই ৬ ঘণ্টা তাকে নিয়ে যা ইচ্ছে করতে পারেন যে কেউ। এর মাধ্যমে বিশ্বকে তিনি দেখাতে চান মানুষের স্বভাবের আসল সত্যিটা।
বাস্তবে কী ঘটল তা জানলে গায়ে কাঁটা দেবে। নিজের সামনে একটি টেবিল পেতে তাতে বেশ কয়েকটি ৭২টি জিনিস। যেগুলো তার উপর ব্যবহার করতে পারেন যে কেউ। এমনই ছিল ঘোষণা। টেবিলে ছিল গোলাপ, পালক, আঙুর, মধু, কনডম, একটি বাঁশি, একটি গুলি এবং একটি বন্দুক। প্রথম কয়েক ঘণ্টা বেশ ভালোই আচরণ করা হচ্ছিল তার সঙ্গে।
কেউ তাকে পানি খাওয়াচ্ছিলেন, তো কেউ তার সঙ্গে খেলা করছিলেন।
কয়েকঘণ্টা পার হতেই মানুষের কু রূপ বেরিয়ে আসতে শুরু করে। শুরু হয় তার জামা কাপড় ছেঁড়া। প্রায় বিবস্ত্র করে ফেলা হয় মারিনাকে। গোলাপের কাঁটা গায়ে বেঁধানো হয়। ব্লেড দিয়ে গা কাটতে শুরু করা হয়। অনেকে আবার তার সঙ্গে সঙ্গম করার চেষ্টা করেন।
শ্লীলতাহানি চলতে থাকে যতক্ষণ না কেউ এসে বাধা দিচ্ছে। কেউ আবার তাকে বন্দুকে গুলি করে নিজের মাথায় চালাতে বলেন। এতটাই চরম পর্যায়ে চলে গিয়েছিল পরিস্থিতি যে ৬ ঘণ্টা পার হতেই গ্যালারির মালিক এসে দর্শকদের সেখান থেকে বের করে দিতে বাধ্য হন। -আজকাল
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন