শিশুদের গড়াগড়ি খাওয়া শেখাচ্ছেন নেইমার!
রাশিয়া বিশ্বকাপে পারফরম্যান্স দিয়ে যতটা না আলোচনায় ছিলেন, নেইমার তারচেয়ে বেশি আলোচিত হয়েছেন মাঠে ডাইভ-কাণ্ডে!
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের কাপে পর্যন্ত ঝড় তুলেছে ব্রাজিল ফরোয়ার্ডের ডাইভিং এবং নাটুকেপনা নিয়ে আলোচনা-সমালোচনা। যার পরিপ্রেক্ষিতেই ‘দ্য ফাউল চ্যালেঞ্জ’র আবিষ্কার।
দ্য ফাউল চ্যালেঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেইমারের মতো ফ্লোরে, মাঠে গড়াগড়ি খেতে চ্যালেঞ্জ করা হয়। বিশেষত শিশু ও কিশোররাই একে অপরকে এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।
তার কাণ্ডে এমন চ্যালেঞ্জ। নেইমারের চোখেই বা কেন পড়বে না বিষয়টি! পড়েছেও। এমন চ্যালেঞ্জ দেখে অবশ্য মজাই পেয়েছেন বিশ্বের সর্বোচ্চ দামি ফুটবলার। একদল শিশুর সঙ্গে নিজেও সেই চ্যালেঞ্জে অংশ নিয়েছেন।
ইনস্টাগ্রামে সেটির একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে নেইমার ‘লাফাও, আঘাত আর ফাউল’ বলা মাত্রই বাচ্চারা মাটিতে গড়াগড়ি খাচ্ছে!
নেহাত মজার ছলেই সমালোচকদের ব্যঙ্গ করে নেইমারের এমন কাণ্ড তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু পরিসংখ্যান বলছে বিশ্বকাপে মোট ১৪ মিনিট মাটিতে শুয়ে কাতরেছেন পিএসজি তারকা। তার এই মজার ভিডিও না আবার সেই বিতর্ক নতুন মাত্রায় উসকে দেয়!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন