শিশুপুত্রের বিশেষ অঙ্গ কেটে দিলেন ‘মা’! কারণ, জানলে আরও অবাক হবেন

‘কুসন্তান যদিও হয়-কুমাতা কখনও নয়’। একথা আজকাল বোধহয় আর প্রযোজ্য নয়। আজকাল ‘কুমাতা’ও বোধহয় হয়। অন্তত ব্যতিক্রম তো হয়ই। এই যেমনটা হল চিনে। নিজের শিশুপুত্রের বিশেষ অঙ্গ কেটে দিলেন ‘মা’।
হ্যাঁ, ঠিকই পড়ছেন। এমনই ঘটেছে। কারণ, জানলে আরও অবাক হবেন। নিজের প্রাক্তন স্বামীকে ফিরে পেতেই নাকি এমন কাণ্ডটা ঘটিয়েছেন ওই চীনা মহিলা। পরে শিশুটির দাদু-দিদা তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল।
তবে শিশুটির পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদিও পুরো ঘটনাটা কীভাবে এবং কেন ঘটেছে তা বোঝা যায়নি। জখম ওই শিশুটির মা ইতিমধ্যেই অন্য এক ব্যক্তিকে বিয়েও করেছেন বলে জানিয়েছেন শিশুর দাদু-দিদা। –জি নিউজ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















